হাইওয়ে, এয়ার-পোর্ট, রিয়েল এস্টেট প্রভৃতি বানানোর জন্য গত তিরিশ বছরে চীনে ৬ কোটি মানুষ উচ্ছেদ হয়েছে, জোর করে, গুণ্ডা লাগিয়ে, রাতের অন্ধকারে ঘরবাড়ি ভেঙে, সামান্য ক্ষতিপূরণ দিয়ে। পূর্ব চীনের ঝেজিয়াং রাজ্যের ওয়েনলিং শহরে রেলস্টেশনের কাছে একটি পাঁচতলা ইঁটের বাড়ি আধভাঙা হয়ে পড়ে আছে। বাসিন্দারা কিছুতেই সরেনি, বাড়িটাকে ঘিরেই তৈরি হয়েছে বিশাল হাইওয়ে। কিছুতেই সরতে না চাওয়া বাড়িগুলিকে চীনা কর্তৃপক্ষ নাম দিয়েছে ণ্ণদিংজিহু’, যার আক্ষরিক অর্থ ণ্ণকাঁটাবাড়ি’। ছবি রয়টার, ২১ নভেম্বর।
Leave a Reply