কুশল বসু, কলকাতা, ১৫ জুলাই, ছবি ইন্টারনেট থেকে পাওয়া#
ওয়ালমার্ট একটি নামকরা দানবীয় রিটেল চেন কোম্পানি। আমাদের দেশে যে সংগঠিত দোকানদারির পক্ষে প্রায়শই সওয়াল করা হয়, এরা তাদের একটা। সারা বিশ্ব জুড়েই এদের হাজার হাজার বড়ো বড়ো ণ্ণদোকান’ আছে, যার একেকটির এলাকা দু-তিনটে বড়ো বড়ো ফুটবল মাঠের সমান। আবার অন্য সব ব্যবসার সাথে সাথেই রিটেল ব্যবসারও মন্দা চলছে আমেরিকায়। সেই দানব দোকান ফেলে রেখে ভেগে যাচ্ছে ওয়ালমার্টরা। সেরকমই একটি দোকান খালি পড়েছিল আমেরিকার টেক্সাস প্রদেশের ণ্ণগরিব’ মানুষের শহর ম্যাকআলেন-এ। সেই বাতিল দানব-দোকানের ফাঁকা একতলা কাঠামোয় একটি লাইব্রেরি বানিয়েছে সেখানকার শহর কর্তৃপক্ষ। সেই লাইব্রেরি হয়ে দাঁড়িয়েছে আমেরিকার অন্যতম বড়ো একতলা লাইব্রেরি। আড়াইখানা ফুটবল মাঠের সমান বড়ো সেই লাইব্রেরিতে বাচ্চাদের বিভাগ, বড়োদের বিভাগ থেকে শুরু করে কম্পিউটার ঘর, আড্ডাখানা — সবই আছে। শহরের মানুষও আসছে এখানে, ইন্টারনেটের প্রবল দুনিয়ার ইলেকট্রনিক বইয়ের আকর্ষণ ছেড়ে ছাপা বইয়ের এই পাবলিক লাইব্রেরিতে। আমেরিকার এক প্রান্তিক শহরের সামাজিক মেলামেশার জায়গা হয়ে উঠেছে এই সাধারণ পাঠাগার।
Leave a Reply