শ্রীমান চক্রবর্তী, কলকাতা, ২৮ সেপ্টেম্বর#
আজ বিকেল পাঁচটা থেকে মধ্য কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা হকাররা ভারত সরকারের খুচরো ব্যবসায় একশো শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেবার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রায় হাজার খানেকেরও বেশি হকার ওয়েলিংটন থেকে মিছিল করে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত আসে। মিছিলের মধ্য থেকে তাঁরা স্লোগান দিতে থাকে ‘ওয়ালমার্ট গো ব্যাক’, ‘এফ.ডি.আই গো ব্যাক’।
হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে মুরাদ হোসেন জানান, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রায় পাঁচ কোটি পরিবার এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যাহত হবে প্রায় ২৫ কোটি মানুষের জীবন-জীবিকা। তাঁর মতে উৎপাদন থেকে বিপনন পর্যন্ত দেশীয় যে পরিকাঠামো রয়েছে তার মধ্যে রয়েছে এক ধরনের স্বনির্ভরতা। সাময়িক সময়ের জন্য প্রাথমিক কিছু সুযোগের লোভ দেখিয়ে তারা চাষি, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটো বিপণিদের হটিয়ে বৃহৎ বিদেশি ব্যবসায়ীরা হাতে সমস্ত বাজারটাকে ছেড়ে দিতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই নীতি ফিরিয়ে না নিলে তারা পুজোর পর থেকে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন। প্রয়োজনে তাঁরা জঙ্গি আন্দোলনে নামতে পিছপা হবেন না। হকারদের এই মিছিলে মহিলা হকারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যেবেলা ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এই মিছিলের কারণে বেশ কিছু সময়ের জন্য এই অঞ্চলে যানজটের সৃষ্টি হয়।
Leave a Reply