রামজীবন ভৌমিক ও শঙ্খজিৎ দাস, ২৮ ডিসেম্বর#
মধ্য হলদিবাড়ি, চেংমারি শরণার্থী শিবিরের মন পড়ে আছে তাদের ফেলে আসা বাড়িতে, খেতে — যেখানে জমির ফসল, গৃহপালিত পশুরা অসহায় অবস্থায় আছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শরণার্থীরা চাইলে বাসস্থানের জমি দেওয়া হবে। এটা নিয়ে সংবাদপত্রে টেলিভিশনে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু শরণার্থী শিবিরে এ নিয়ে কোনো আলোচনা বা আগ্রহ বিন্দুমাত্র নেই। সকলেরই মন বাড়ির দিকে চেয়ে আছে। এর কোনো বিকল্পের কথা শরণার্থীরা ভাবতে পারে বলে মনে হয়নি। আসামে আর্মি ক্যাম্প বসবে কবে, আর সবাই বাড়ি ফিরবে — এই আশায় সকলে অপেক্ষা করছে।
Leave a Reply