সোমা ভৌমিক, কোচবিহার#
এবার মহিলা ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে। একেবারে মহিলা বুথ। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার থেকে মহিলা পুলিশ একেবারে মহিলা মহল। অনেকেই ডিউটি কাটাতে সক্ষম হয়েছেন, অনেকেই ব্যর্থ। আতঙ্ক কষ্ট ভয় সব মিলিয়ে মহিলা ভোটকর্মীদের ঘুম কেড়ে নিয়েছে এবারের লোকসভা ভোট। কোচবিহারে জেলাশাসক আশ্বাস দিয়েছিলেন মেয়েদের ভোটের আগেরদিন থাকতে হবে না। ১৭ এপ্রিল তারিখ ভোট। ১৬ তারিখ সকালে ডিসিআরসি-তে গিয়ে জিনিসপত্র মিলিয়ে নিয়ে বুথে গিয়ে বুথ সাজাতে হবে। সন্ধ্যায় আবার চলে আসা। আবার পরেরদিন অর্থাৎ ১৭ তারিখে ভোর ৫টায় বুথে পৌঁছাতেই হবে। এবার শহর থেকে অনেক দুরের পোলিং পার্সোনেলরা রাতে কোথায় থাকবেন তার ব্যবস্থা নেই। যাঁরা বাড়ি ফিরে যাবেন তাঁরা পরেরদিন ভোর ৫টায় বুথে কী করে হাজির হবেন তার কোন উত্তর নেই। অনেকে আবার বেডিং নিয়েই আসছেন রাতে বুথে থাকতে হবে বলে। সেক্টর অফিসারদের ফোন করলে বলছেন আমরা জানি না। আর মাস্টার ট্রেনারের বক্তব্য, এসব উত্তর দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে না।
Leave a Reply