সংবাদমন্থন প্রতিবেদন, ১৬ সেপ্টেম্বর#
রাষ্ট্রপুঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ বিকেলবেলা এসপি উদয়কুমারের দিল্লি এয়ারপোর্ট থেকে বিমান ধরে কাঠমাণ্ডু যাওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরে তাকে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নেপাল যেতে গেলে ভারতীয় এই পরিচয়পত্রটিই যথেষ্ট, কিন্তু তার তোয়াক্কা না করে তাকে বসিয়ে রাখা হয়। এরই মধ্যে উদয়কুমারের বিমানটি চলে গেলে, তাকে চেন্নাই ফিরে যেতে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সমাজকর্মী ভার্গবী ফোনে দিল্লি বিমানবন্দরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ইমিগ্রেশন ডিপারচারের এপি সিং জানায়, উদয়কুমারের নামে অনেকগুলি কেস আছে। তাই তাকে ‘অনুরোধ’ করা হয়েছিল কাঠমাণ্ডু না যাওয়ার জন্য এবং চেন্নাই ফিরে যাওয়ার জন্য এবং উদয়কুমার সেই অনুরোধ মেনে নিয়েছেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট একটি আদেশে তামিলনাড়ু রাজ্য সরকারকে বলেছে কুডানকুলাম পরমাণু প্রকল্পবিরোধী আন্দোলনের কর্মী এসপি উদয়কুমারের ওপর থেকে মামলাগুলি তুলে নিতে। কিন্তু রাজ্য সরকার সেগুলো এখনো তোলেনি।
Leave a Reply