উচ্ছেদ হতে হয়নি আপাতত, কিন্তু সরে যেতে হয়েছে রাস্তার মোড় থেকে অনেকটা ভেতরে। যাদবপুর থানা থেকে সাত আটটি দোকান, খাবারের দোকান থেকে শুরু করে পান বিড়ি সিগারেট — সবই। তার সাথেই ভাঙা পড়েছে সিপিএমের একটি অফিসও, পাকা গাঁথনির। আর নতুন জায়গায় দোকানগুলি বসার পরই তাতে টাঙানো হয়েছে তৃণমূলের পতাকা। দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল, রাস্তা বাড়বে, তাই সরে যেতে বলা হয়েছে তাদের। কাছেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে যে দোকান রয়েছে, সেগুলিকে হুমকি দিয়ে গেছে ‘প্লেন ড্রেসের পুলিশ’, দোকান ছোটো করতে হবে। মাথার ওপর প্লাস্টিক লাগানো চলবে না। দোকানদার এক যুবক বললেন, ‘হকারদের ওপর খুব অত্যাচার চালাচ্ছে এরা’। ছবি শমীক সরকার, ১৫ জুলাই।
Leave a Reply