ইমামরা মসজিদের বেতনভুক কর্মচারী মাত্র। কিন্তু তাদের সরকারি ভাতা পেতে গেলে নাকি মসজিদের আয় ব্যয়ের হিসেব জমা দিতে হচ্ছে সরকারি দফতরে। এতে সন্দিগ্ধ পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ। প্রতিটি মসজিদের রক্ষণাবেক্ষণ করে মসজিদের স্থানীয় কমিটি। সেই কমিটিও বছর বছর বদলে যায়। তাই মসজিদের কোনো মালিকানা হয় না। মসজিদে দান বাবদ বা অন্যান্য ভাবে যা আয় হয়, তার হিসেব সেই বছরেই ওই মসজিদ কমিটি রাখে। কিন্তু ইমাম ভাতা দিতে গিয়ে তার হিসেব সরকার জানতে চাইছে কেন, প্রশ্ন উঠছে তা নিয়ে।
সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ২৯ এপ্রিল
Leave a Reply