কুশল বসু, কলকাতা, ৩১ ডিসেম্বর#
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছিল সন্ত্রাসী হামলা। তারপর মার্কিন মুলুকের গোটা মুসলিম সমাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল মার্কিন রাষ্ট্র, মিডিয়া। তার ফল এখনও ভুগছে মার্কিন প্রবাসী দক্ষিণ এশিয়রা। রাষ্ট্রীয় বা সংগঠিত হামলা তো বটেই, এমনকি ব্যক্তিগত স্তরেও ঘৃণা প্রাণ কাড়ছে নিরীহ মানুষের। কিছুদিন আগেই পশ্চিম আমেরিকার উইসকনসিন প্রদেশে একটি শিখ ধর্মস্থলে হামলা হয়েছিল। ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে এক প্রবাসী বাঙালি ব্যবসায়ী সুনন্দ সেন (৪৬) এই ঘৃণা-জনিত ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন। নিউইয়র্কের কুইন্স-এ একটি সাবওয়ে রেলস্টেশনে চলন্ত ট্রেনের সামনে সুনন্দকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক মার্কিন মহিলা এরিকা মেনেনডেজ (৩১)। পরে ধরা পড়ে যাওয়ার পর পুলিশের কাছে জবানবন্দীতে এরিকা জানায়, ‘আমি একজন মুসলিমকে ধাক্কা মেরে রেলট্র্যাক-এ ফেলে দিয়েছি। ২০০১ এর হামলার পর থেকেই আমি হিন্দু ও মুসলিমদের ঘৃণা করি। তখন থেকেই আমি তাদের মেরে চলেছি।’
Leave a Reply