প্রশান্ত রায়, কোচবিহার, ৫ মে#
ছোটো ম্যাজিক গাড়ির পেছনে করে ঝুলে ঝুলে বাড়ি ফিরছি। আলাপ হল এক চাষির সাথে। তিনি ধান সবজি ও মাঝে মাঝে পাটের চাষ করেন। প্রশ্ন করলাম সবজিতে কী ধরনের সার দেন? বললেন, রাসায়নিক সার। বললাম, জৈব সার ব্যবহার করেন না কেন? উনি রেগে গিয়ে বললেন, আপনারাই তো রাসায়নিক হয়ে গেছেন। বাজারে গেলে আগে তো দেখেন কোন সবজিটা সোনার মতো চকচক করছে। একটু পোকা থাকলে তো সে সবজির নামে দুটো গালমন্দ করে যান। কেন আপনারাই সব খাবেন নাকি? পোকারাও একটু খেলে কী দোষ হয়! আমি তো পোকাদের সাথে খাবার ভাগ করে খাই। ওই বাড়ির খাবারটুকুই জৈবসার দিয়ে করি।
Leave a Reply