মূল ইংরেজি আপডেট আরতি চোক্ষী, ওয়েবসাইটhttp://nojore-fukushima.tumblr.com/
ফুকুশিমার বিপর্যস্ত পরমাণু চুল্লির কোর-এর গলন হওয়ার তিন বছর পর, সেখানকার বাসিন্দাদের ৮৩ শতাংশ ফুকুশিমার বিধ্বস্ত পরমাণু শক্তি কেন্দ্র থেকে তেজস্ক্রিয় জলের লিকেজ আটকানোর ব্যাপারে জাপানের কেন্দ্রীয় সরকার ও টেপকো-র ভূমিকা সম্পর্কে হতাশ। ভূমিকম্প বা তৎপরবর্তী সুনামি — কী থেকে পরমাণু বিপর্যয় ঘটেছে, এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। ইতিমধ্যে জাপান সরকার তার শক্তি নীতি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, পরমাণু শক্তির ওপর এক জোরদার নির্ভরতা রয়েছে। যদিও দেশের ৪৮টি পরমাণু চুল্লির সবকটি এই মুহুর্তে বন্ধ। ফুকুশিমার পরমাণু বিপর্যয়ের ফলে লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ হয়েছে, বিপর্যস্ত এলাকা সাফ করার উদ্যোগটি সম্পন্ন হতে কয়েক দশক লেগে যাবে। এই বিপর্যয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিল।
Leave a Reply