অসম থেকে কেউ উত্তর, দক্ষিণ বা পশ্চিম ভারতে গেলে তাকে ইদানীং একটা কথা শুনতে হয় এবং আমাকে কলকাতার কলেজ স্ট্রীট পাড়ায় বই কিনতে গিয়ে আজ শুনতে হল, ণ্ণআপনি দেখি বেশ ভালো বাংলা বলেন’। অর্থাৎ বিষয়টা অসমের বাইরে বেশ প্রতিষ্ঠা করেই দেওয়া হয়েছে, অসমে যারা বাস করে সবাই অসমিয়া। অসম যে একটা বহু নৃ-গোষ্ঠী, বহু ভাষাভাষি, বহু ধর্মাবলম্বী বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বাসভূমি, অসমের জনবিন্যাস এবং ভৌগোলিক অবস্থান যে প্রকৃত অর্থেই বৈচিত্র্যপূর্ণ — এই সত্যটি কেবলমাত্র অপপ্রচারের মাধ্যমে সমগ্র দেশবাসীকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। — কথাগুলি বললেন মোজাম্মিল সাহেব, একসময় অসম কংগ্রেসের রাজ্য সম্পাদক। ৭ নভেম্বর কলকাতায় কিছু বুদ্ধিজীবী এবং সমাজকর্মীর সঙ্গে অসম পরিস্থিতি নিয়ে একান্ত আলোচনার সময়। শুনলেন মুহাম্মদ হেলালউদ্দিন।
Leave a Reply