মার্কিন ছাত্রী র্যাচেল কোরি ২০০৩ সালের মার্চ মাসে গাজা স্ট্রীপে প্যালেস্টাইনের মানুষের বাসস্থানগুলি বাঁচানোর জন্য ধেয়ে আসা ইজরায়েল সেনাবাহিনীর বুলডোজারের সামনে দাঁড়িয়েছিল। বুলডোজার পিষে দিয়েছিল তাকে। সম্প্রতি ইজরায়েলের এক আদালত রায় দিয়েছে, নিজের মৃত্যুর জন্য দায়ী র্যাচেল নিজে। বিচারক অডেড গার্শন-এর মন্তব্য, ‘র্যাচেল সহজেই যে কোনো দায়িত্বশীল ব্যক্তির মতো বিপদ থেকে নিজেকে সরিয়ে নিতে পারত।’ এর প্রতিবাদে কার্টুনটি এঁকেছেন ব্রাজিলিয়ান কার্টুনিস্ট কার্লোস লাতুফ।
Leave a Reply