• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

স্কুলে শিক্ষকদের সাম্প্রদায়িক মন্তব্যের কিছু নমুনা

November 19, 2013 admin Leave a Comment

৬ নভেম্বর, ফারহা খান, আকড়া, মহেশতলা#

আমি তখন ক্লাস এইট কি নাইনে পড়ি। আমাদের সাত-আটটা করে পিরিয়ড থাকত। মনে আছে, প্রথম পিরিয়ডে জিয়োগ্রাফির ক্লাস ছিল। ম্যাডাম এসে যখন ক্লাস নিচ্ছিলেন, পপুলেশন বলে একটা চ্যাপ্টার ছিল। ক্লাসের মধ্যে পড়াতে পড়াতে উনি বলেন, বেশিরভাগ জনসংখ্যা হয় মুসলিম সম্প্রদায়ের। একটা লোকের তিনটে করে বিয়ে আর দুটো করে বাচ্চা হয়, মোট ছ-টা বাচ্চা হয় মুসলমানদের। শুনে আমার খুবই খারাপ লাগল। ক্লাস ওভার হয়ে যাওয়ার পর মুডটা খারাপ হয়ে গেল। পিছনের বেঞ্চে বসেছিল আমার খুব ভালো বন্ধু সঞ্চারী, ও হয়তো ম্যাডামের কথার মানেটা বোঝেওনি, হুট করে জিজ্ঞেস করে আমায়, ‘তুই তোর বাবার কত নম্বর সন্তান?’ আমি শুনে কী বলব? দ্বিতীয় ক্লাস তখনও শুরু হয়নি। আমি বাথরুমে ছুটে গিয়ে খুব কেঁদে নিলাম। কেন জানি না আমার মনে হয়েছিল, আমার বাবাকে অপমান করা হয়েছে, ধর্মের ব্যাপারটা অত বুঝিনি। তাই আমি কিছুতেই তা মেনে নিতে পারছিলাম না। আমি কী করব বুঝে উঠতে পারছিলাম না। টিফিন অবধি এর জের চলল। আমি ক্লাসের পড়াতেও মন বসাতে পারছিলাম না। হঠাৎ কী যে হল, ক্লাসে এসে সবার সামনে আমি সঞ্চারীকে ঘুরিয়ে একটা চড় মারলাম। মেরে চিৎকার করে বললাম, ‘আমি আমার বাবার একমাত্র স্ত্রীয়ের একটাই মেয়ে।’ জিওগ্রাফি ম্যাডাম জানতেন না এসব হয়েছে। সঞ্চারী গিয়ে আমার নামে প্রিন্সিপালের কাছে নালিশ করল। আমার তখন জেদ চেপে গেছে। আমি ভাবলাম, আমি কোনো ভুল করিনি, আমার কোনো ক্ষতি হতে পারে না। প্রিন্সিপাল এসে আমাকে ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কেন আমি ওকে চড় মেরেছি? আমি জিওগ্রাফি ক্লাসের ঘটনাটা প্রিন্সিপালকে খুলে বললাম। জিওগ্রাফি ম্যাডামকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, ক্লাসে ম্যাডাম মুসলমান জনসংখ্যা নিয়ে ওরকম মন্তব্য করেছেন কিনা। ম্যাডাম তা অস্বীকার করলেন। আমাকে বলা হল, তুমি সঞ্চারীর কাছে ক্ষমা চাও। আমি কিন্তু সেইসময় ক্ষমা চাইনি। আমাকে জানানো হল, গার্জেন কল করা হবে। কিন্তু সেসব করা হয়নি। মনে হয়, ওঁদের মধ্যে কোনো আলোচনা হয়েছিল। তারপরে ওই ম্যাডাম আমার কাছে এসে বলেছিলেন, তাঁর ভুল হয়েছিল।
বিদ্যাভারতীতে পড়াকালীন আমি প্রচুর ঝামেলা ফেস করেছি। যেমন, সাজগোজ নিয়ে। একবছর তিনখানা ঈদ ছিল। সাধারণত ঈদ হয় দুবার, ঈদলফেতর আর ঈদজ্জোহা। সেবার দুটো ঈদলফেতর আর একটা ঈদুজ্জোহার তিনদিন ছুটি হওয়ার ফলে আমাকে একজন জিজ্ঞেস করল, ‘তোদের এত পরব কেন?’ যেহেতু তখন আমি ক্লাসে একাই ছিলাম, আমি অসহায় বোধ করলাম। এখন অনেক মুসলিম মেয়ে ভরতি হয়েছে। আমি ইংলিশের ম্যাডামকে গিয়ে নালিশ করলাম। তিনি বললেন, ‘তোদের না হয় তিনদিন, আমাদের তো বারোমাসে তেরো পার্বণ।’  এখনও কাজ করতে গিয়ে আমি  অনেক কিছু ফেস করি। কিন্তু তার প্রত্যুত্তর আমি দিতে পারি। তখন ছোটো ছিলাম, তাই সঞ্চারীকে মেরেছিলাম। আমার এখন সেটা ভাবলে খারাপ লাগে। সত্যিই আমার কথার মাধ্যমেই ওকে বোঝানো উচিত ছিল। পরে ও অবশ্য আমার কাছে এসে দুঃখপ্রকাশ করেছিল। ঘটনাচক্রে কলেজে আমরা দুজনে একসঙ্গে পড়তে গিয়েছিলাম। সঞ্চারী হয়তো পরে আরও ব্রডলি বিষয়গুলোকে দেখতে শিখেছে। কিন্তু এখনও এসব ভাবনা মানুষের মধ্যে রয়েছে। ট্রেনে যাতায়াত করতে গিয়েও নানা আলোচনা শুনতে পাই। আমার মনে হয় সেরকম অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। আমার একটা ছোটো বোন রামকৃষ্ণ মিশনে পড়ছে। ওখানকার টিচার পর্যন্ত মন্তব্য করেছেন, শাহরুখ খান থেকে শুরু করে সব মুসলমানরা টেররিস্টদের সঙ্গে যুক্ত। এসব মন্তব্য শিক্ষক হয়ে করেন কী করে?

মানবাধিকার শিক্ষক, সাম্প্রদায়িকতা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in