• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

পর্যটক মফিজুল ইসলাম মোল্লা — প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রান্তিক মানুষের দিনলিপি খোঁজেন

June 22, 2014 admin Leave a Comment

৩১ মে, শাকিল মহিনউদ্দিন, হাজিরতন, মেটেবুরুজ#

ছবি শমীক সরকারের তোলা।
ছবি শমীক সরকারের তোলা।

মেটেবুরুজের সফির কাঠগোলার বাসিন্দা হাজী মফিজুল ইসলাম মোল্লা। বয়স সবেমাত্র পঞ্চাশ। তিনি একজন পর্যটক। দর্জি মহল্লায় এরকম স্বভাবের মানুষ বিরল। খোঁজ-খবর করাই তাঁর স্বভাব। তাঁর কাছে গেলে পাওয়া যায় কাঠকাটা কাঠুরে, মাছধরা জেলে আর ডাবওয়ালাদের খবর। যখন ভ্রমণ করেন, আশপাশের ঘুরঘুর করা চলমান মানুষ কিংবা প্রত্যন্ত বাঁশচালার বস্তিবাসীদের খোঁজ নেন বারেবারে। প্রাকৃতিক সৌন্দর্যের চোখ জুড়ানো শান্তির পাশে ওই প্রান্তিক মানুষের দিনলিপি তাঁর দু-চোখে বন্যা বইয়ে দেয়। সরকারি জনগণনায় হয়তো একশো বাইশ কোটির বাইরেই এরা, কিংবা নামই নেই এদের, তবু মফিজুল ইসলামের মনের গণনায় এদের উজ্জ্বল উপস্থিতি।
কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে বঙ্গোপসাগর আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনপদগুলোতে কাজে-অকাজে ঘুরে চলেছেন তিনি। আমি নিজেও ব্যক্তিগতভাবে কয়েকবার ওঁর পর্যটন-সঙ্গী হয়েছি। অতি সম্প্রতি সফর করে এসেছেন দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, মহীশূর, চেন্নাই, কেরালা ও কন্যাকুমারী। আগেও এসব জায়গায় গেছেন। তাঁর কাটছাঁট কথা — ণ্ণরথ দেখা কলা বেচা না হলে ভ্রমণের সার্থকতা অপূর্ণই থেকে যায়’। কলা বেচাটা আবার কী? তাঁর কথায়, এ হল চলার পথে ওই প্রান্তিক নিম্নবর্গের মানুষের টুকিটাকি খোঁজখবর নেওয়া।
ব্যবসায়িক কাজে তো বটেই, বছরে দু-একটা সফর তাঁর লেগেই আছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বেড়িয়েছেন, খোঁজ নিয়েছেন আয়লার ঝড়ে বিধ্বস্ত গ্রামবাসীর হাল-হকিকত। এই বয়সেই এত ঘুরেছেন, তবু বিনয় করে বলেন, ‘বিশাল ভারতের মহামানবের সাগরতীরের দু-একটা নুড়িই সংগ্রহ করা যায় মাত্র, তার বেশি তো নয়!’
‘বাঙালিরা খুব আলাপপ্রিয়, আপন করে নিতে বাঙালিদের জুড়ি মেলা ভার’ — কথাগুলো বলেই তিনি অকপটে জানালেন, দক্ষিণের আলাপচারিতার কায়দাটা অনেকটাই আমাদের মতো। তবে ওরা আলাপ করতে করতে নিজেদের কাজের কথাটা ভুলে যায় না। মুখে তাদের মিষ্টি কথা। কিন্তু হাতটা কর্মব্যস্ত আর অসম্ভব নিষ্ঠা। এটাই ওদের বৈশিষ্ট্য। কর্মের প্রতি ওদের নিষ্ঠা দেখার মতো। যে যার দায়িত্ব অচিরেই পালন করে যায়। ফাঁকি দেওয়ার মানসিকতা ওদের নেই, যা আমাদের রাজ্যে সর্বত্র চোখে পড়ে। কাউকে বলে দিতে হয় না — যেন একটা সহজাত ব্যাপার, করতে পারলেই ওরা খুশি। ফেরিওয়ালা, ছোটো দোকানদার, মৎস্যজীবী, হোটেলের কর্মচারী হিসেবে এরা নিযুক্ত। লাজলজ্জা-সম্ভ্রম ওদের পুঁজি। সেই পুঁজিকে পাথেয় করে মরতে মরতেও ওরা আজ সজীব, জলে খেলে যাওয়া মাছেদের মতোই। আইনকানুন মেনে চলা ওদের স্বাভাবিক অভ্যাস। দোকানদারদের কড়া নির্দেশ দেওয়া আছে — ওজন সঠিক দিতে হবে। কোনো গলদ হলে জরিমানাও জবরদস্ত! তার বহর এতটাই যে ব্যবসাটাই লাটে উঠবে!
এইসব ভারী ভারী কথার মধ্যেও চলে আসে দক্ষিণীদের খাওয়াদাওয়ার রসের কথা। সমস্ত খাবারে সুস্বাদু নারকেল আর পাকা কলার চপ নাকি ওদের দারুণ পছন্দ।

সংস্কৃতি পর্যটন, প্রান্তিক মানুষের খবর, বেড়ানো, মেটিয়াব্রুজ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in