• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

তলিয়ে যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ

August 19, 2012 admin Leave a Comment

পার্থ কয়াল, ঘোড়ামারা, ১৯ আগস্ট#

এই বাম দিকের ছবিটা ১৯৫৪ তে আমিরিকান আর্মি ম্যাপ আর ডান দিকে ২৭ শে সেপ্টেম্বর,২০০৬ এ নাসার আর্থ অবসারভেটরি থেকে নেওয়া।

কোলকাতা থেকে নামখানার ট্রেন ধরে কাকদ্বীপ হয়ে লট নং ৮ হয়ে ঘোড়ামারা যাওয়ার ট্রলার ধরলে সর্বসাকুল্যে ঘন্টা পাঁচেক সময় লাগে। ২০০৯-এর আগষ্টে ওখানে গিয়ে যে জায়গায় ট্রলার থেকে নেমেছিলাম এখন সেটা নদী ভাঙনে তলিয়ে গিয়েছে। সেখানে একটি চা-দোকান, যা প্রতি বছর নদী ভাঙনের সাথে সাথে ঠাঁই বদলায়। দোকানীর জায়গা জমিও চলে গেছে নদী গর্ভে। প্রতিবার নদী একটু একটু করে ভাঙে আর তার সাথে তাল মেলানোর চেষ্টা করে দিশাহারা মানুষ। একসময় এই দ্বীপের আয়তন ছিল ৩৪০০০ একর। এখন ধরলে সর্বসাকুল্যে ১৫০০ বিঘাও হবে না,বললেন এখানেরই একবাসিন্দা। একটু অবাক হয়েই যাই প্রতিবার যখন দেখি ভাঙনের ভয় নিয়ে এরা ঘর সংসার চালায় কী করে। রহস্যটা কী? যার চা-দোকান তার সন্তান খেলছিল সামনে। ওনার স্বামী মাঠে, পান বরজে কাজ করেন। আপনার চলে কী করে? জমি আগাম নিয়ে আমন চাষ করেননি? মলিন মুখে বললেন — না, আমাদের বি পি এল কার্ডের চালগম পেয়ে আর কিছু কিনে চলে। কতটা চাল-গম পান? সাড়ে তিন কেজি সপ্তাহে। আপনারা তিনজনে কটা কার্ড? দুটো। তার মানে সাত কেজি মাল পান। না, এক কেজি চাল আর এক প্যাকেট আটা কার্ড পিছু। অনেকে এই চাল খায় না, আমরা খাই।  সবাই তো ওপারে (এখানে কাকদ্বীপ) জায়গা-জমি কিনে চলে যাচ্ছে, আপনারা যাবেন না? না জায়গা-জমির প্রচুর দাম (গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডের কাছে জীবনতলা কলোনী গড়ে ওঠা এই ঘোড়ামারা আর পূর্বতন লোহাচরা দ্বীপ,যা নিশ্চিহ্ন হয়ে গেছে,সেই সব মানুষদের পুনর্বাসন দিয়েছে)।

ঘোড়ামারা দ্বীপের ভাঙনের এখনকার ছবি। ২০০৯ সালের আগস্ট মাসে এই পানের বরজের কাচ দিয়ে ছিল রিং বাঁধ, আর ওই জাহাজের কাছে ছিল পাড়। দোকানটা ছিল এই ছেলেদুটি যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে। পাড়ের কাছ দিয়ে জাহাজ গেলেও পার ভাঙে, এমনই মত বিশেষজ্ঞদের। ছবি পার্থ কয়াল।

ট্রলারে করে যখন লট নং ৮ থেকে ঘোড়ামারায় আসছি তখন আলাপ হল দিব্যেন্দু প্রামাণিকের সাথে। কাছেই ঘর,মন্দিরতলার কাছে। সদ্য গোঁফের রেখা বেরিয়েছে। তিনবছর আগে ক্লাস সিক্সে পড়া শেষ করে কাজের সন্ধানে প্রথমে চেন্নাই যায় ওর কিছু বন্ধুদের সাথে। সেখানে শেল্টারিং-এর কাজে জোগাড়ে হিসেবে কাজ শুরু করে। কন্ট্রাক্টরের সাথে কথা হয় কাজ শিখে গেলে রোজ ১৬০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হবে। কিন্তু তিনমাস পর দেখা গেল, দিচ্ছি দেব করেও আর ওই টাকা দিচ্ছে না। তখন ওরা কাজ ছেড়ে দেয়। এর পর থেকে গুজরাটে জাহাজ মেন্টেন্যান্সের কারখানায় যোগ দেয়। ওখানে এদিকের আরো ছেলে আছে। নামখানা,কাকদ্বীপের ছেলেরাও কাজ করে। ৩০০ টাকা রোজ। এই আশ্বিন মাসের ৩ তারিখে যাবে।  চলবে

পরিবেশ কাকদ্বীপ, ঘোড়ামারা, জবর খবর, জীবনতলা, নদী ভাঙন, লোহাচরা দ্বীপ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in