
শমিতের দেখা আর সুব্রত’র
দেখানো
২৯ অগাস্ট, ২০২০।#
বাথনার এল জি ক্লাব। করম পুজোর দিন। আদিবাসী পাড়ার পাশেই। ষোলো দলের খেলা। সাতজন করে প্লেয়ার। ফুলিয়া, বাদকুল্লা থেকে খেলতে এসে সব হেরে ফিরে গেছে। দর্শক আর খেলা দুইই জমেছে বেশ। দেখাই তো যাচ্ছে, ওরাও বললেন, ‘আমাদের এখানে করোনা নেই’।