শান্তনু ভট্টাচার্য, মেটিয়াব্রুজ, ৩০ ডিসেম্বর# ১৪-১৬ ডিসেম্বর মেটিয়াব্রুজ-মহেশতলার সমবেত ক্ষুদ্র পত্র-পত্রিকা সংস্থা ‘মাটির কেল্লা’-র উদ্যোগে ষষ্ঠ বর্ষ ‘বইমেলা ও লিট্ল ম্যাগাজিন সমাবেশ’ অনুষ্ঠিত হল রবীন্দ্রনগর রবীন্দ্রমঞ্চে। তিনদিন ধরে সন্নিহিত বদরতলা, মুদিয়ালি, আকড়া, সন্তোষপুর সহ রবীন্দ্রনগর অঞ্চলের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল এই মেলায়। এবারের মেলা উৎসর্গ করা হয় লোককবি গুরুদাস পালকে। এবছর তাঁর জন্মশতবর্ষ। গুরুদাস […]
সাম্প্রতিক মন্তব্য