আমাদের কলকাতা চক্রাকার সাইকেল র্যালি ২০১৬ March 3, 2016 Editor SS 1 Comment আমাদের র্যালির রুটের বহু রাস্তায় কিন্তু আইনত সাইকেল নিষেধ। আমাদের দিক থেকে ব্যাপারটা ছিল, এইসব রাস্তায় সাইকেল চালানোটাই আমাদের প্রতিবাদ ও অ্যাকশন। গত দুটো র্যালি করে আমরা দেখেছি, এতে প্রশাসনের ওপর প্রভাব পড়ে।
সাম্প্রতিক মন্তব্য