- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ইহুদিদের এক অন্য কণ্ঠস্বর

জিতেন নন্দী, ২০ অক্টোবর #
মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিকামী ইহুদিদের সংগঠন ‘জিউশ ভয়েজ ফর পিস’-এর পক্ষে সিসিলি সুরাস্কি জানিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী পত্রিকা প্যালেস্তাইনিদের বর্তমান অভ্যুত্থানকে বিকৃতভাবে পেশ করছে। গত দু’ই সপ্তাহের বেশি সময় ধরে দু-হাজারের বেশি প্যালেস্তাইনি আহত হয়েছে, ৪১ জনের বেশি মারা গেছে, যার মধ্যে কমপক্ষে ৮ জন শিশু। ৮ জন ইজরায়েলি ইহুদি এবং ইরিত্রিয়া থেকে আগত একজন আশ্রয়প্রার্থী মারা গেছে।

প্যালেস্তাইনিরা চায় স্বাধীনতা, ন্যায়বিচার এবং মর্যাদা। নিউ ইয়র্ক টাইমস ধারাবাহিকভাবে ইজরায়েলকে আক্রান্ত হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। কয়েক দশক ব্যাপী উচ্ছেদ, অবরোধ ও দমনের বিরুদ্ধে প্যালেস্তাইনিদের যে বিদ্রোহ, তাকে ভুলভাবে চিত্রিত করা হচ্ছে। অর্ধেকের বেশি সংবাদ-শিরোনামে ইজরায়েলকে আগ্রাসনকারী হিসেবে না দেখিয়ে প্যালেস্তাইনিদের হিংসার প্ররোচক হিসেবে দেখানো হচ্ছে। গত এক বছরে নেগেভ থেকে ইস্ট জেরুজালেম পর্যন্ত ছয় শতাধিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল এবং তারা প্যালেস্তাইনের আশপাশে ইহুদিদের বসতি গড়তে উৎসাহিত করে চলেছে।