- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ননার মা রোজ বলে, মুখে মাস্ক কই?

একটি ক্লামসি ছবি। চূর্ণী ভৌমিকের আঁকা।

রঙ্গন। শান্তিপুর। ৪ সেপ্টেম্বর, ২০২০।#

 

আজ প্রায় আট মাস ছয় দিন হল পৃথিবীতে করোনা ভাইরাস এসেছে। আমাদের দেশে এসেছে প্রায় পাঁচ মাস পনের দিন হল। আমি রঙ্গন। ফাইভে পড়ি। আমার অনেক খেলার সাথি ছিল। কিন্তু করোনার জন্য সেটা কমে গেল। আমি থাকি চাঁদুনী পাড়ায়। কিন্তু মা থাকে কাশ্যপ পাড়ায়। এখানে বেশ কিছু খেলার সাথি আছে। তাদের নাম প্রিয়া, বুলটি, ননা, প্রিন্স, আকাশ, সৈকত ও নীল। আমরা সবাই একসাথে খেলি। আমরা কবাডি, লুকোছুপি, ব্যাটবল খেলি। কিন্তু কিছুদিন হল কেউ কেউ আসছেনা। এলেও মাস্ক পরে আসছে। ননার মা রোজ বলে, মুখে মাস্ক কই? মাস্ক পরে আয়। যদি না পরে আসিস, তাহলে খেলতে পারবিনা। কিন্তু কেন এরকম করে? সেটা আমরা আজও বুঝে উঠতে পারিনি। আমার মনে হয়, তার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেটা সবার মনে সৃষ্টি হয়েছে। কিন্তু বন্ধুদের সাথে খেলা করলেই কি হয়? স্কুলে তাদের সাথে পড়া, খেলা, খাওয়ার মজাই আলাদা। এটাও সুস্থ হয়ে ওঠার একটা ওষুধ।