- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

শিবানন্দজীর অনশন এইবারের মতন রদ হল। এবং পরিবেশ রক্ষার লড়াই জারি রাখল নাগরিক সমাজ।

পরিবেশ বান্ধব মঞ্চের পক্ষ থেকে কল্লোল রায়ের প্রতিবেদন, ৩ সেপ্টেম্বর, ২০২০।#

আপাতত সাময়িক স্বস্তির খবর। গতকাল ০২.০৯.২০২০, অনশনের ৩১তম দিনে, অবিরল ও দূষণ মুক্ত গঙ্গা নদীর জন্য, পরিবেশ-প্রকৃতি ও গঙ্গার প্রাকৃতিক রূপ বজায় রাখার জন্য, এবং অন্যান্য দাবীগুলি নিয়ে কেন্দ্রীয় সরকার যাতে তার নিজের দেওয়া লিখিত প্রতিশ্রুতি রক্ষা করে তার জন্য হরিদ্বারের মাতৃসদন আশ্রমে অনশনরত আশ্রম প্রধান স্বামী শিবানন্দ সরস্বতীজীর কাছে আবারো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং জল শক্তি মন্ত্রক থেকে উক্ত দাবীগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে লিখিত চিঠি পাঠান হলে গতকাল রাত ১০.৩০ মিনিটে শিবানন্দজীর অনশন এইবারের মতন রদ করা হয়।

 

‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ আন্দোলনের সমর্থনে দেশের নানা প্রান্ত থেকে ব্যক্তিগত  বা সংস্থার উদ্যোগে জল শক্তি মন্ত্রকে পাঠানো  চিঠির  বাংলা বয়ান। ১লা সেপ্টেম্বর, ২০২০।

পরিবেশ বান্ধব মঞ্চ, বারাকপুরের পক্ষ থেকে প্রকাশিত একটি পোস্টার
মাননীয় শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত,
মন্ত্রী, জল শক্তি মন্ত্রক
শ্রম শক্তি ভবন,
রফি মার্গ, নতুন দিল্লি – ১১০০০১
মহোদয়,
আশা রাখি আপনি শারীরিক ভাবে সুস্থ ও কর্মক্ষম রয়েছেন। এই পত্রের মাধ্যমে “অবিরল ও নির্মল গঙ্গা”সহ নির্দিষ্ট কিছু দাবীতে কঙ্খলের মাতৃসদন আশ্রমে চলা আশ্রম প্রধান স্বামী শিবানন্দ সরস্বতীজীর অনশন তপস্যা সত্যাগ্রহ বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রবীণ সন্ন্যাসীর অনশনের আজ ৩০তম দিন, উনি প্রতিদিন সামান্য জল পান করছেন ফলত: ইতিমধ্যেই খুবই দুর্বল হয়ে পরেছেন। এই অবস্হায় আমরা আশংকা করছি যে, স্বামী জ্ঞান স্বরূপ সানন্দজীর মতো স্বামী শিবানন্দজীকেও আমরা হারাবো। যা কখনোই একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কাম্য নয়। তাই বিনীত অনুরোধ রইলো গঙ্গা মা, প্রকৃতি এবং পরিবেশের জন্য এই অনশন ও আত্মবলিদানের ধারাবাহিকতা রুখতে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
বিনীত
ভারতবাসী
০১/০৯/২০২০
Email Id: g.shekhawat@sansad.nic.in/ mpgssjodhpur@gmail.com/ minister-mowr@nic.in

 

।পরিবেশ ভাবনা মঞ্চের সভা শান্তিপুরে।

পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে রঘুনাথ কর্মকারের প্রতিবেদন, ২৪ অগাস্ট, ২০২০।#

শান্তিপুরের বিভিন্ন নাট্য দল, পত্রিকা, সামাজিক সংগঠন, বিজ্ঞান সংগঠন, পরিবেশ প্রেমী মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই যৌথ মঞ্চ সারা বছরই নানা কর্মকান্ডের মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচী করে থাকেন। সম্প্রতি শান্তিপুর নিষিদ্ধপল্লি এলাকায় একটি বৃক্ষছেদন হচ্ছিল তা বন্ধ করার জন্য প্রতিবাদে সামিল হয়েছিলেন। গত ২২শে আগস্ট শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের তরফ থেকে শান্তিপুর ডাকঘর পৌরবাজারে একটি সবুজ সভা করা হয়। সবুজ সভায় বক্তব্য রাখেন ওই মঞ্চের সভাপতি সুব্রত বিশ্বাস, অন্যতম যুগ্ম সম্পাদক সঞ্জিত কাষ্ঠ, প্রবীণ পরিবেশ কর্মী তপন বসু থেকে নবীন পরিবেশ কর্মী অরিজিৎ রায় সহ আরও অনেকে। হরিদ্বারের কঙ্খল গ্রামের মাতৃসদন আশ্রমের সন্ন্যাসীদের দীর্ঘ দিনের পরিবেশ আন্দোলনের কথা এই দিনের সভায় তুলে ধরা হয়, ওই আশ্রমের প্রধান সন্ন্যাসী স্বামী শিবানন্দ সরস্বতী ২৮শে জলাই থেকে অবিরল গঙ্গা ও নির্মল গঙ্গার দাবীতে যে অনশন চালিয়ে যাচ্ছেন তাকে সমর্থন করা হয় এই পথ সভা থেকে।

শান্তিপুরের একটার পর একটা আমবাগান কেটে ফেলা হচ্ছে, একটার পর একটা জলাশয় হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে সরব হন পরিবেশ কর্মীরা, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ই.আই.এ. যে বিল পাশ করিয়ে নিতে চাইছে লকডাউনকে হাতিয়ার করে তার বিরোধিতা করে এইদিনের সভায় উপস্থিত পরিবেশ কর্মীরা বলেন- নদীর ওপর দিয়ে, বনাঞ্চলের ওপর দিয়ে অথবা অন্য কোনো পদ্ধতিতে পরিবেশের ক্ষতি করে নদীর গতিপথ রুদ্ধ করে, জঙ্গলে বসবাসকারী অন্যান্য প্রাণীদের সহ মনুষ্যকুলকে বিপদের মুখে ঠেলে দিয়ে তথাকথিত উন্নয়ন, কারখানা বা ব্রীজ গড়ে উঠবে। অবিলম্বে ই.আই.এ.বিলকে প্রত্যাহার করতে হবে এই দাবী তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে রঘুনাথ কর্মকার জানান আমরা এই ধরণের কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবো, ই.আই.এ. সহ জনবিরোধী যে সমস্ত পরিকল্পনা সরকার গ্রহন করেছে বা করছে তা জনসমক্ষে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

 


এই সংক্রান্ত আরও খবর :

মাতৃসদনের অনশন আন্দোলনের সমর্থনে ও পরিবেশবিরোধী ই.আই.এ. খসড়া প্রত্যাহারের দাবীতে ফুলিয়ায় প্রতিবাদ সভা

২২ বছর ধরে চলছে সত্যাগ্রহ আন্দোলন। হরিদ্বারের মাতৃসদন আশ্রমে শিবানন্দ সরস্বতীজীর অনশন আজ দশম দিনে