- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

হিন্দুত্ববাদীদের হামলার রিপোর্ট করায় টিভি সাংবাদিক নবীন সুরিনজি অভিযুক্ত

৩১ জানুয়ারি, জিতেন নন্দী, সূত্র কাফিলা অনলাইন নিউজ#

surinjiকন্নড় নিউজ চ্যানেল ‘কস্তুরী নিউজ ২৪’-এর জেলা সাংবাদিক নবীন সুরিনজি-কে কর্নাটকের পুলিশ ৭ নভেম্বর ২০১২ তারিখে গ্রেপ্তার করে। ২৮ জুলাই ২০১২ ম্যাঙ্গালোরে জন্মদিন পালনের একটি অনুষ্ঠানে নিরপরাধ ছেলেমেয়েদের ওপর হিন্দুত্ববাদী প্রহরীরা যে হামলা করেছিল, সুরিনজি তার রিপোর্ট তৈরি করেছিল। সেটাই ছিল তাঁর অপরাধ। দুমাস বিচারাধীন অবস্থায় ম্যাঙ্গালোরে আটক থাকাকালীন তাঁর মানসিক ও দৈহিক অবস্থার অবনতি হয়। জলবসন্তে ভুগে জেলা হাসপাতালে কাটিয়ে তিনি সম্প্রতি জেল-ওয়ার্ড থেকে ছাড়া পেয়েছেন।
ম্যাঙ্গালোরের ওই হামলার যারা প্রত্যক্ষদর্শী, তারা প্রত্যেকেই জানে যে নবীন সুরিনজির এই শাস্তি প্রাপ্য নয়। তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসলে তিনি সাহস করে ‘হিন্দু জাগরণ বেদিকে’-র সদস্যদের হামলার খবর প্রকাশ করেছেন। ক্যামেরাম্যান সহ তাঁর সঙ্গীদের সক্রিয়তায় সুরিনজির রিপোর্টের সূত্র ধরেই কর্নাটক সরকার দোষীদের চিহ্নিত করতে পেরেছে। অথচ ঘটনার প্রত্যক্ষদর্শীর মর্যাদা না দিয়ে তাঁকে হামলাকারীদের সঙ্গে একই ধারাগুলিতে অভিযুক্ত করা হল।
কর্নাটকের প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকেরা এই ঘটনার নিন্দা করেছেন এবং নবীন সুরিনজির মুক্তি প্রার্থনা করেছেন। অবশেষে কর্নাটক সরকারের ক্যাবিনেট আজ তাঁর ওপর থেকে অপরাধজনিত মামলাগুলি প্রত্যাহার করার আবেদনকে অনুমোদন করেছে।