- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

হাওড়া জেলার বালি-ঘোষপাড়া অঞ্চলে জলাভূমির ওপর প্রোমোটরের শ্যেনদৃষ্টি

সংবাদমন্থন প্রতিবেদন, ১৫ অক্টোবর#

১০ কাঠার বেশ বড়োসড়ো জলাভূমিটি বোধহয় আর থাকবে না। তার কারণ একটাই, জলাভূমিটির মালিক স্নেহলতা পালের সাথে এক প্রোমোটরের কথাবার্তা পাকা হয়ে গেছে। আপাতত জলের মধ্যে বাঁশের বেড়া দিয়ে আংশিক ভরাট করে বাড়ি তোলা হবে। এরপর পুরো জলাভূমিটি হারিয়ে যাবে। জায়গাটা হল হাওড়া জেলার বালি ষ্টেশন থেকে দশ মিনিটের হাঁটা দূরত্বে বালি গ্রাম পঞ্চায়তের অধীন উত্তর ঘোষপাড়া। স্থানীয় পঞ্চায়েত প্রধানের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। অথচ জলাভূমি রক্ষার আইনে পরিষ্কার বলা আছে, এই ব্যাপারে পঞ্চায়েতের ভূমিকাই চূড়ান্ত।  Forum For Citizen Rights- এর কর্মীরা জলাভূমিটি বাঁচাবার জন্য ছুটোছুটি করছে, বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে, বৈদ্যুতিন মাধ্যমগুলির সাথে যোগাযোগ করছে।  কিন্তু এখনও পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সংগঠনের প্রতিষ্ঠাতা তপন দত্ত ২০০০ বিঘার জলাভূমি বাঁচাতে গিয়ে কর্পোরেট হাউসের ভাড়াটে গুণ্ডাদের হাতে প্রাণ দিয়েছেন। শেষপর্যন্ত এই জলাভূমিটি বাঁচানো যাবে কিনা তা ভবিষ্যৎই বলতে পারে।