- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কুদানকুলামে বিক্ষোভ

সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ মে#

সম্প্রতি চেন্নাই ভিত্তিক একটি সংস্থার পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট কুদানকুলাম পরমাণু চুল্লি কমিশনিং এর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। যদিও এরই সাথে অনেকগুলি পরামর্শও দিয়েছে, তবুও রায়টি সামগ্রিকভাবে পরমাণু লবির পক্ষের একটি রায়। স্থানিয় মানুষের পরমাণু বিরোধীতাকে অবজ্ঞা করে তাকে একটি ‘আবেগ’ বলেছে সুপ্রিম কোর্ট। পরমাণূ চুল্লি কমিশনিং করার আগে বাধ্যতামূলক নিরাপত্তা মহড়া করা হয়নি কুদানকুলামে। এইরকম বেআইনি ব্যাপার নিয়ে একটি কথাও বলেনি সুপ্রিম কোর্ট। বরং ইঙ্গিত দিয়েছে, অর্থনৈতিক প্রগতির কাছে কিছু মানুষের বিকিরণজনিত ক্ষতি সামান্য ব্যাপার। ভবিষ্যতের ব্যাপারস্যাপার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ারও পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর রায়ের বিরুদ্ধে আজ কুদানকুলামের ইদিনদথাকারাই গ্রাম এবং তুতিকোরিনে দুটি জনবিক্ষোভে সামিল হয় হাজার হাজার মানুষ। সঙ্গের ছবিদুটি অ্যান্টনি কেবিস্টন ফার্নান্ডোর ফেসবুক পৃষ্ঠা থেকে পাওয়া।

ইদিনথাকারাই ১৪ মে ২০১৩, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে
ইদিনথাকারাই ১৪ মে ২০১৩, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে

 

তুতিকোরিনে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মৎস্যজীবীদের মিছিল। ১৪ মে ২০১৩
তুতিকোরিনে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মৎস্যজীবীদের মিছিল। ১৪ মে ২০১৩

 

 

১৪ মে ২০১৩ কুত্তাপুলি-তে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে জনবিক্ষোভ
১৪ মে ২০১৩ কুত্তাপুলি-তে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে জনবিক্ষোভ