- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

সাম্প্রদায়িক ফ্যাসিবাদ নিয়ে আলোচনা

১৫ এপ্রিল, সাদিক হোসেন, আকড়া, মহেশতলা#

hitler-chaplin

১২ এপ্রিল শনিবার দুপুর দুটোয় কলকাতার প্রেস ক্লাবে ডকুমেন্টারিওয়ালার পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল, সাম্প্রদায়িক ফ্যাসিবাদ। আলোচনাটিতে অংশগ্রহণের দিক থেকে একটা জাতীয় চরিত্র ছিল। পশ্চিমবঙ্গ থেকে কুণাল চট্টোপাধ্যায় ও নজরুল ইসলামের পাশাপাশি দিল্লির মনীষা শেঠি ও আমেদাবাদের উইলফ্রেড ডি কস্টা আলোচনায় অংশ নেন। বর্তমান ভারতীয় রাজনীতিতে যে সাম্প্রদায়িকতার লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তার সঙ্গে ফ্যাসিজম কীভাবে যুক্ত, তা বিবৃত করেন কুণাল চট্টোপাধ্যায়। রাষ্ট্রের সঙ্গে এনকাউন্টার করে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদি কীভাবে নিজের একটা গেরুয়া ইমেজ তৈরি করেছেন, সেটা তুলে ধরেন মনীষা শেঠি। গোয়ানিজ সমাজকর্মী ডি কস্টা বলেন, গ্লোবালাইজেশন ও মুক্ত বাজার এবং সাম্প্রদায়িকতা পরস্পরের পরিপূরক। অহিন্দু ও নিম্নবর্গীয় হিন্দুরা কীভাবে পশ্চিমবঙ্গে উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা শোষিত হচ্ছে, সেটা ব্যাখ্যা করেন নজরুল ইসলাম।
দেশ জুড়ে একটা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দুটো মূলধারার বড়ো রাজনৈতিক দল কীভাবে ফ্যাসিস্ত কায়দায় সাম্প্রদায়িকতাকে সম্বল করে এগোচ্ছে, তা লক্ষ্য করেছে ডকুমেন্টারিওয়ালা। ইউরোপীয় ফ্যাসিবাদের একটা আলাদা ধরন লক্ষ্য করা গেছে। কিন্তু আজ মুক্ত বাজারের সঙ্গে ধর্মকে যুক্ত করে এদেশে একটা আত্মপরিচয় তৈরি করা হচ্ছে। এর বাইরে চলাফেরা করার মতো কোনো মুক্ত পরিসর থাকছে না। সেই পরিসর তৈরি করা এবং সেখানে নিজেদের মধ্যে সংলাপ চালানোর তাগিদ থেকেই এই সংগঠন এমন আলোচনার আয়োজন করেছিল।