- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

সাবেক চাষবাস

ধান ঝাড়তে আজকাল বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়। এমনকী কোথাও কোথাও কিছু অত্যাধুনিক মেশিনও ব্যবহার হচ্ছে। পায়ে চালানো যে মেশিন চাষিরা সাধারণত ব্যবহার করে, তার ভাড়া পড়ে এক বিঘার ধানের জন্য ১০০ টাকা। পূর্ব মেদিনীপুরের আড়গোয়াল অঞ্চলের ইচ্ছাবাড়ি গ্রামে স্থানীয় বীজ থেকে যে লম্বা ধানগাছ হয়, তা ওই মেশিনে ঝাড়া যায় না। তাই সাবেকি পদ্ধতিতেই ধান ঝাড়ছেন একজন চাষি
সুন্দরবনের সোনাখালির আদিবাসীপাড়ায় দেশি মোটাচালের মুড়ি ভাজছেন মহিলারা। ছবিগুলি জিতেন নন্দীর তোলা।