- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

‘শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালায় ষাঁড়গরু ঢুকিয়ে শ্রমিক ছাঁটাই-এর চেষ্টা করছে মালিক’

প্রদীপন, শিলিগুড়ি, ১০ ডিসেম্বর#

শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালা
শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালা

শিলিগুড়ি শহরের বাবুপাড়ায় অবস্থিত শ্রী দার্জিলিং শিলিগুড়ি গোশালায় বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। গোশালা ট্রাস্ট ন্যায্য ২০ পারসেন্ট পূজোর বোনাস না দিয়ে শ্রমিকদের মাত্র ৮.৩৩ পারসেন্ট বোনাস দিয়েছে, যা চা বাগানের চেয়েও কম। শিলিগুড়ি শহরের শালবাড়ি, তুম্বাচোত, জলপাই মোড়ে গোশালার শাখা রয়েছে। সর্বমোট পঞ্চাশজন কর্মচারী রয়েছে। যার মধ্যে কুড়িজন পার্মানেন্ট। এবং তিরিশজন ক্যাজুয়াল। বাবুপাড়ার গোশালায় একশ’ কুড়িটি গরু এবং শালবাড়িতে ষাটটি গরু দুধ দিচ্ছে। কিন্তু যেহেতু বাবুপাড়ার গোশালার কর্মচারীরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছে, তাই শালবাড়ি থেকে ষাঁড়গরু নিয়ে এসে বাবুপাড়ায় রাখা হচ্ছে। তারপর ষাঁড়গরুর দুধ হয় না, অজুহাত দেখিয়ে কাজ না থাকা কর্মীদের ছাঁটাই করা হবে।
কর্মচারীদের বেতন চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে, যা নিয়েও তারা ক্ষুদ্ধ। তাদের বক্তব্য, মালিকপক্ষ প্রচুর মুনাফা করছে গোশালার সম্পত্তি থেকে। ধর্মের কথা বললেও তারা অধর্ম করছে। কিন্তু কর্মচারীদের ধর্মের দোহাই দিয়ে, কম টাকায় কাজ করতে বাধ্য করা হচ্ছে। কর্মচারীদের পক্ষ থেকে গোশালার পশু চিকিৎসক কৃষ্ণ বৈরাগী জানালেন, কর্তৃপক্ষ গোশালার জমিতে প্রোমোটিং করছে। এটা অনৈতিক কাজ। কর্মচারীদের আবাসগুলো চল্লিশ বছর ধরে সংস্কার করা হচ্ছে না। কর্তৃপক্ষ কর্মচারীদের ন্যায্য ছুটি, ক্যাজুয়াল লিভ সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করছে।