- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

শাহবাগের পাশে

২৯ মার্চ শুক্রবার বিকেলে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে বাংলাদেশের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে একটা মিছিল ও সভা হল। কল্যাণগড়, গুমা ও আশেপাশের জনা পঞ্চাশেক মানুষের ছোট্ট মিছিল শহরের পথে পথে ঘুরল। পথচারী ও শহরবাসীর হাতে আন্দোলন সম্বন্ধে তথ্য সমৃদ্ধ একটি লিফলেট দেওয়া হল। মিছিল শেষে অশোকনগর চৌরঙ্গী মোড়ে একটি সান্ধ্য সভা হল। সেখানে সমাজবিদ্যার ছাত্রী পিঙ্কি রাহা, শিক্ষিকা শিউলি গায়েন মর্মস্পর্শী বক্তব্য রাখলেন। গান গাইলেন নাজিনা খাতুন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখলেন।
৩০ মার্চ শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় বাণীপুর জনতা হলে বিকেলবেলা শাহবাগ আন্দোলনের সমর্থনে এক মনোজ্ঞ সভা হয়। এতেও বহু বিশিষ্ট মানুষ বক্তব্য রাখেন। রিপোর্ট বঙ্কিমের।