- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

শর্মিলার সংহতিতে অনশন

সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ মার্চ#

বারাসাতের পোস্টার
বারাসাতের পোস্টার

আজ বারাসাত ষ্টেশনে মণিপুরের অনশনরত ইরম শর্মিলার জন্মদিন পালন করা হল। এই দিন শর্মিলার এক যুগ ধরে চলা অনশনের সমর্থনে ১২ ঘণ্টার অনশন করেন ‘বারাসাত প্রতিবাদী মঞ্চ’-র সদস্যরা। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই প্রতীকি অনশন। এই মঞ্চ থেকে দানবীয় ইউপিএ আইন এবং আফস্পা বাতিল করার দাবি তোলা হয়।
উল্লেখ্য, নিয়মমতো এবারও ৮ মার্চ মুক্তি দিয়ে ফের ১৪ মার্চ শর্মিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতি বছর নারী দিবসে শর্মিলাকে মুক্তি দেওয়া হলে, ফের সে অনশন শুরু করে, তাকে ফের গ্রেপ্তার করা হয় এক বছরের জন্য। এবারে মুক্ত সময়টুকুতে শর্মিলা তার পুরস্কার হিসেবে পাওয়া চার লক্ষ টাকা রেড ক্রস নামে আন্তর্জাতিক এনজিও-কে দিয়ে দেন, এদের কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে কাজ না করতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে। আগে মণিপুরের রিকশাচালকদের পুরস্কারের টাকা দিয়ে দিয়েছিলেন শর্মিলা।