- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

লেকটাউন পাতিপুকুর এলাকায় বিশাল জলাশয় বোজানো হচ্ছে ধীরে ধীরে, হেলদোল নেই স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের

সংবাদমন্থন প্রতিবেদন,১৫ অক্টোবর#

সাউথ দমদম মিউনিসিপ্যালিটির ৩১ নং ওয়ার্ডের অন্তর্গত পাতিপুকুর ১ নম্বর পল্লিশ্রী কলোনি প্রায় বিঘা দুইয়ের বেশি একটি বড়ো জলাশয় বুজতে বসেছে স্থানীয় বাসিন্দা ও পুরকর্তাদের অবহেলায়। দীর্ঘদিন ধরেই পুকুরের পাশে বসবাসকারী বাসিন্দারা একটু একটু করে পুকুরের জমি দখল করে নিয়ে চলেছে। এখন এই অঞ্চলে ফ্ল্যাটের রমরমা কারণে পুকুর ধারে যেসব বাড়ি এখন ফ্ল্যাট হচ্ছে তার রাবিশ ফেলা হচ্ছে পুকুরে। কলকাতার উপকণ্ঠে সকলের গোচরেই চলছে এই কাণ্ড। আশেপাশের বাসিন্দারা ফেলে চলেছে ময়লা অনবরত। বর্তমান কলোনি সেক্রেটারি সুশীল নাগ, কাউন্সিলার পলাশ দাশ এবং স্থানীয় বিধায়ক সুজিত বোস প্রত্যেকেই এই জলাশয়টির সংরক্ষণের প্রতি যে বিমুখ তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই জলাশয়টির অবস্থা দেখলেই বোঝা যায়। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আবেদন রাখছি যথাযথ পদক্ষেপ নেবার জন্য। সাথে সাথে স্থানীয় নাগরিকদেরকেও সচেতন হয়ে এই জলাশয়টিকে সংরক্ষণে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি।