- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

লিট্‌ল ম্যাগাজিন কর্মীদের উদ্যোগে মেটিয়াব্রুজ-মহেশতলা অঞ্চলে হতে চলেছে তিনটি বই ও লিট্‌ল ম্যাগাজিন মেলা

১৫ ডিসেম্বর, জিতেন নন্দী#

মেটিয়াব্রুজ-মহেশতলা অঞ্চলের লিট্‌ল ম্যাগাজিন মঞ্চ ‘মাটির কেল্লা’র উদ্যোগে ২০-২২ ডিসেম্বর রবীন্দ্রনগর রবীন্দ্রমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত হয়েছে সপ্তম বইমেলা ও লিট্‌ল ম্যাগাজিন সমাবেশ। প্রতি বছরের মতো দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। বই ও পত্র-পত্রিকার পাশাপাশি থাকছে আকড়া, বদরতলা, মুদিয়ালী, রবীন্দ্রনগর সহ এতদঞ্চলের ছেলেমেয়েদের গান, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, নাটক ও কুইজ। ২০ ডিসেম্বর সদ্য প্রয়াত কবি নারায়ণ মুখোপাধ্যায় স্মরণে বলবেন লিট্‌ল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের উদ্যোক্তা সন্দীপ দত্ত। সাহিত্যিক কমল কুমার মজুমদারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ২১ ডিসেম্বর ‘ছোটোদের কমলকুমার’ নিয়ে বলবেন গৌতম বসু। রবিবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় থাকছে লিট্‌ল ম্যাগাজিন কর্মীদের আলোচনা ‘লিট্‌ল ম্যাগাজিনে মেয়েরা’।
এবছর মাটির কেল্লার সহযোগিতায় ২৮-২৯ ডিসেম্বর মুদিয়ালী করমঞ্জলে ‘কৃষ্টি বন্দনা’ আয়োজন করেছে তাদের দ্বিতীয় বর্ষের বইমেলা। বড়তলা বিদ্যালয় ও মোসলেম লাইব্রেরি সংলগ্ন প্রাঙ্গণে ১৭-১৮ ডিসেম্বর আয়োজিত হয়েছে প্রথম বছর ‘বড়তলা বইমেলা’। আয়োজক ‘আখতার হোসেন স্মৃতিরক্ষা সমিতি’, সহযোগিতায় ‘দর্জিমঙ্গল সমিতি’ এবং মাটির কেল্লা। এই মেলায় আজকের দিনে স্থানীয় মেয়েদের সমস্যাবলী নিয়ে আলোচনা এবং স্থানীয় কিশোর ও যুবকদের নিয়ে নাটকের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।