- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

রাজাবাগান ও নাদিয়াল থানা এলাকায় নতুন বাস-রুট চালু হোক

১১ জুন, ডাঃ নাসের আহম্মাদ, মেটিয়াব্রুজ#

কলকাতা কর্পোরেশনের বৃহত্তম ১৫নং বরোর শেষ প্রান্তে জনবহুল ১৩৮, ১৩৯, ১৪০ এবং ১৪১নং ওয়ার্ডে বাসিন্দাদের জন্য পরিবহনের তেমন কোনো সুবিধা নেই। গার্ডেনরীচের অধীনে রাজাবাগান ও নাদিয়াল থানার অধিবাসীগণ যাতায়াতের খুবই অসুবিধা ভোগ করে। স্বাধীনতার পূর্বে যে ১২, ১২এ ও ১২বি বাস ছিল, তা থেকে গিয়েছে। তা ছাড়া দীর্ঘ ৬৫ বছরে কোনো নতুন বাসরুট সংযোজন হয়নি। তা ছাড়া ১২, ১২এ বাস সময় মতো পাওয়া যায় না। স্কুলের ছাত্রছাত্রী ও অফিসযাত্রীরা সময় মতো কর্মস্থলে যেতে পারে না। এমতাবস্থায় জনগণের আবেদন হল, নাদিয়াল থানার প্রান্তে পুরোনো রেললাইনের ওপর যে নতুন রাস্তা হয়েছে, ওই রাস্তা দিয়ে দুটি রুট চালু হোক। একটি তারাতলা দিয়ে ধর্মতলার দিকে এবং আরেকটি ডায়মন্ডহারবার রোড, বেহালা হয়ে আমতলা পর্যন্ত যেতে পারে। অবিলম্বে এই ব্যবস্থা হওয়া একান্ত প্রয়োজন।

উইকিম্যাপিয়ার ছবিতে গঙ্গার ধারে অবস্থিত মেটিয়াব্রুজের নাদিয়াল ও রাজাবাগান এলাকা
উইকিম্যাপিয়ার ছবিতে গঙ্গার ধারে অবস্থিত মেটিয়াব্রুজের নাদিয়াল ও রাজাবাগান এলাকা