- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

মোমের পুতুলেরা নেচে গেল

বিজন কাহালী, বেহালা, কলকাতা, ৬ জুলাই#

২৭ জুন বেহালা শান্তি সংঘ শিক্ষামন্দির গার্লস হাইস্কুলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, দক্ষিণ ২৪ পরগনা ছিল অনুষ্ঠানটির আয়োজক। প্রধান বক্তা ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী কাজল ভট্টাচার্য। তবে দর্শকদের মুগ্ধ করে এই বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্রীদের আবৃত্তি, নজরুলগীতি ও নৃত্যের অনুষ্ঠান।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের পরিবেশিত ‘মোমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায়’ গানের সঙ্গে নাচ সত্যিই প্রশংসা দাবি করে। নাচের শিক্ষক শ্রী সন্তোষ অধিকারীর অনলস পরিশ্রমে পরিবেশনায় লাল, সাদা, গোলাপী, হলুদ পোশাক পরা ছোটো ছোটো মোমের পুতুলগুলির স্নিগ্ধ আলো যেন দর্শকদের মনকে আলোকিত করে। সমগ্র অনুষ্ঠানটির মধ্যে প্রধান শিক্ষিকা শ্রীমতী টিংকু চক্রবর্তীর আন্তরিক উদ্যোগও ধন্যবাদার্হ।