- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

মুক্তচিন্তা সাহিত্যের স্কুলের একাদশ বর্ষ পূর্তি অনুষ্ঠান

প্রশান্ত রায়, কোচবিহার, ১ অক্টোবর#

গত ২৩ সেপ্টেম্বর ২০১৪ মুক্তচিন্তা সাহিত্য স্কুলের কেন্দ্রীয় অফিসে সংস্থার একাদশ বর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি সাহিত্যবাসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রখ্যাত লোকসংস্কৃতিবিদ কামেশ্বর রায়। অতিথি ছিলেন লেখক প্রসেনজিৎ সাহা, বিখ্যাত দোতারা বাদক অভয় রায়, আশিস অধিকারী, মৃত্যুঞ্জয় সিংহ, অপূর্ব চট্টোপাধ্যায়, সুনীল অধিকারী ও শৈলেন চক্রবর্তী। সাহিত্য বাসরে অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদিকা ও সম্পাদকেরা। এদিন প্রকাশিত হয় ণ্ণআকাঙ্ক্ষা’ পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যা। সম্পাদিকা স্মৃতিকণা সরকার (বোস)। প্রকাশিত হয় দিশারী পত্রিকা। স্বাগত আগমনী পত্রিকার শারদ সংখ্যা। এবং উমা চৌহানের কবিতা সঙ্কলন কবিতা ও স্থবিতা। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় একাঙ্ক নাটক ণ্ণখেলা’। পরিচালনা করেন জয়দীপ সেন। এবং পরবর্তী পর্যায়ে সন্ধ্যায় মুক্তচিন্তা সাহিত্যের স্কুলের লোকসংস্কৃতি বিভাগের শিশুশিল্পীদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে মাজিদা বেগম সুচিত্রা রায় পাটোয়ারীর মতো ক্ষুদেরা। মুক্তচিন্তা সাহিত্য স্কুলের প্রতিষ্ঠাতা শচীমোহন বর্মনের দাবি, বিশ্বে তিনিই প্রথম সাহিত্যের স্কুল বানিয়েছেন। এবং উনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য সাহিত্যমনস্ক ও সংস্কৃতিমনস্ক মানুষের সংখ্যা বৃদ্ধি করা।