- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

মাটির কেল্লার আয়োজনে সপ্তম বইমেলা

২৬ ডিসেম্বর, জিতেন নন্দী, রবীন্দ্রনগর, মহেশতলা#

মাটির কেল্লার বইমেলার ছবি জিতেন নন্দীর তোলা।
মাটির কেল্লার বইমেলার ছবি জিতেন নন্দীর তোলা।

২০-২২ ডিসেম্বর মাটির কেল্লার আয়োজনে তিনদিন ব্যাপী সপ্তম বইমেলা ও লিট্‌ল ম্যাগাজিন সমাবেশ সম্পন্ন হল রবীন্দ্রনগর রবীন্দ্রমঞ্চ প্রাঙ্গণে। ২২ তারিখে সকালবেলা লিটল ম্যাগাজিনের সম্পাদকদের নিয়ে একটি আলোচনা সভা হল, বিষয় : লিটল ম্যাগাজিনে মেয়েরা। এই আলোচনা সভায় অংশগ্রহণ করে অহল্যা, একত্র, দামামা, ইদানিং, নান্দীমুখ, মন্থন, আমরা, মনকলম নতুনশতক, গ্রামোন্নয়ন বার্তা, টাটাই টো, আরও কিছু, ভাস্বর, চিন্তন প্রভৃতি পত্রিকা। আলোচনার সূচনা করে অহল্যা পত্রিকার প্রতিনিধিরা জানান, কীভাবে মেটিয়াবুরুজের শ্রমিক মহল্লার মেয়েরা তাদের নিজেদের কথাগুলি জানাতে শুরু করল পত্রিকার কাছে। লিটল ম্যাগাজিনের বিষয় হিসেবে মেয়েরা থেকে শুরু হলেও, আলোচনা গড়িয়ে যায় লিটল ম্যাগাজিনের কর্মী বা সম্পাদক হিসেবে মেয়েদের ভূমিকা বিষয়েও। আমরা-র অনুপম দাস অধিকারী বলেন, সম্পাদনা বা লেখক-কর্মী হিসেবে মেয়েরা লিটল ম্যাগাজিনে জায়গা করে নিলেও কলেজ স্ট্রিট পাড়ায় পত্রিকা ছাপানোর কাজ কিন্তু পত্রিকার সঙ্গে যুক্ত ছেলেরাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। সঞ্চালনায় ছিলেন শান্তনু ভট্টাচার্য।