- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

মহিলা লাইব্রেরি দখল করে মহিলা দিবস উদ্‌যাপন

সূত্র : ইন্টারঅকুপাই.নেট#

womens-library-occupation১০ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে সত্তর জন মহিলা চুপিচুপি জড়ো হয়ে বেলা দেড়টার সময় লন্ডনের ২৫নং ওল্ড ক্যাসেল স্ট্রিটে উইমেনস লাইব্রেরির দখল নিল। মিনিট খানেকের মধ্যেই আরও বহু প্রতিবাদী মানুষ সেখানে জড়ো হয়ে গেল। ব্রিটেনের সরকার তাদের কাটছাঁটের কর্মসূচিতে এই লাইব্রেরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই বিরুদ্ধে সেদিনের জমায়েত। গতবছর সরকার এই কাটছাঁটের কর্মসূচি অনুযায়ী প্রায় ত্রিশ হাজার মহিলাকে স্থানাভাবে আশ্রয়শিবির থেকে তাড়িয়ে দিয়েছে।
উইমেনস লাইব্রেরি হল মেয়েদের ইতিহাস সংক্রান্ত পৃথিবী বিখ্যাত সংগ্রহের কেন্দ্র। মেয়েদের সমানাধিকার নিয়ে এখানে একটা সংগ্রহশালা রয়েছে। স্থানীয় এক মা জেন সামার্স বলেন, ‘দুর্বল শ্রেণীর মানুষের ওপর সরকারের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরা। আমাদের সমাজের বুকে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো এই কাটছাঁটে আক্রান্ত হয়েছে। বেপরোয়াভাবে মেয়েদের আশ্রয়শিবির এবং পারিবারিক হিংসার ক্ষেত্রে পরিষেবা বন্ধ করে এরা আমাদের জীবন বিপন্ন করে তুলেছে। … ইতিহাসের এমন এক মুহূর্তে উইমেনস লাইব্রেরি দখল করে আমরা বোঝাতে চাই ‘কথার চেয়ে কাজ করা’ এখন জরুরি।’