- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

মহারাষ্ট্রে আখের বাড়তি দাম চেয়ে কৃষক বিক্ষোভ, পুলিশের গুলি

সংবাদমন্থন প্রতিবেদন, ১৫ নভেম্বর#

মহারাষ্ট্রের একটি বড়ো বাণিজ্যিক চাষ হল আখ চাষ। এবছর চাষের খরচ বাড়ার কারণে সাংলি জেলার আখচাষিরা চিনি কারখানাগুলির কাছ থেকে প্রতি টন ৩০০০ টাকা দাম চাইছিল আখের। কিন্তু চিনিকল গুলি ২৩০০ টাকার বেশি দিতে রাজি নয়। এই নিয়ে স্বাভিমানী ক্ষেতকারী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ আন্দোলন চলছে সাংলি জেলার বিভিন্ন গ্রামে। এবং একই সাথে চলছে পুলিশি নিপীড়ন, গুলি। সংগঠনের নেতা তথা এলাকার সাংসদ রাজু শেঠিকে হঠাৎ করে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। তারপর কৃষক বিক্ষোভে গুলি চালানো শুরু করেছে। মঙ্গলবার ১৩ নভেম্বর ভাসগাদা গ্রামে চন্দ্রকান্ত নালাওয়াদে নামে এক ছোটো চাষি পুলিশের গুলিতে মারা গেছে। কুন্দলিক বালু কোকাটে নামে সংগঠনের এক কর্মীও ইন্দপুরে একটি ট্রাকের চাকায় আগুন দিতে গিয়ে মারা গেছে। ১৪ নভেম্বর আস্থা গ্রামে পুলিশ গুলি চালিয়েছে, আহত হয়েছে প্রবীন পাতিল নামে এক যুবক। চাষিরাও পুলিশের দিকে ঢিল ছুঁড়ে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আন্দোলন সাংলি জেলা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম মহারাষ্ট্রে।

ছবি পিটিআই-এর