- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

মধ্য মশালডাঙা ছিটমহলে ইফতার মেহফিল

প্রশান্ত প্রসূন, কোচবিহার, ৩০ জুলাই#

chit
পুরনো ছবি।

২৫ জুলাই ইফতার পার্টি দেয় ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠান শুরু হয়, এখানে প্রধান অতিথি রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র। বিশেষ অতিথি চন্দন সেনগুপ্ত, সেক্রেটারি, দিনহাটা ভেটারেন স্পোর্টস ক্লাব এবং জয়গোপাল ভৌমিক, দিনহাটা নাগরিক মঞ্চের আহ্বায়ক। এছাড়া ছিলেন অসীম নন্দী, দিনহাটা ভেটারেন স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্য তরণী রায়।
রবি ঘোষ তাঁর বক্তব্যে জানান যে এই আন্দোলনকে তিনি সমর্থন করেন। তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন, জনসংখ্যা বাড়ার কারণে পুনর্বাসনে যাতে কোনো সমস্যা না হয় তা দেখার জন্য।
শেষে ভারত বাংলাদেশ ছিটমহল কমিটির সেক্রেটারি দীপ্তিমান সেনগুপ্ত বলেন, এই ইফতার পার্টিতে আমরা কথা দিচ্ছি, পুনর্বাসনের জন্য সরকারকে যেভাবে সহযোগিতা করা দরকার আমরা করব। এবং তারপর ৬টা ৪০ নাগাদ নামাজ পড়া হয় এবং রোজা ভাঙে। সকলে ফল, মুড়ি, ছোলা, সরবত, খেজুর খেয়ে ইফতার পালন করে।