- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ভূপাল গ্যাস দুর্গতদের বিকল্প ণ্ণঅলিম্পিক’

১৯৮৪ সালে মধ্যপ্রদেশের ভূপালে ইউনিয়ন কার্বাইডের সার ও কীটনাশক কারখানায় বিপর্যয়ে পঁচিশ হাজার মানুষ মারা যায়। এখনও সেই বিষে আক্রান্ত প্রায় পাঁচ লক্ষ মানুষ। ক্ষতিপূরণ, দায় স্বীকার, শাস্তি তো দূরে থাক, ওই বিষ-কারখানার বিষাক্ত অবশেষগুলো অবধি সরিয়ে ফেলার বন্দোবস্ত করতে পারেনি সরকার বা সেদিনের ইউনিয়নের কার্বাইডের এখনকার মালিক ডাউ কেমিক্যাল। এবারের লন্ডন অলিম্পিকের প্রধান বিজ্ঞাপনদাতা এই কুখ্যাত কর্পোরেট। অলিম্পিকে যাতে এই কোম্পানিটির স্পনসরশিপ না থাকে তার জন্য দাবি তুলেছিলেন ভূপাল গ্যাস দুর্গতরা। কিন্তু সে দাবি কেউ শোনেনি। লন্ডন অলিম্পিক যেদিন শুরু হল, সেই ২৬ জুলাই ভূপালে দুর্গত মানুষরা অংশ নিলেন এক অভিনব ণ্ণঅলিম্পিক’-এ।
(সঙ্গের ছবি এএফপি-র তোলা)