- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ভুবনের দুনিয়ায় ঘুরতে গেলে

গত সংখ্যার সংবাদমন্থনে সিকিমে বেড়ানোর কথা ছিল, ভুবনের কথাও ছিল। সিকিমের মনাস্টারি তথা উপকথা কেন্দ্রিক স্থান বা হ্রদ কেন্দ্রিক বিভিন্ন ঘোরার আইডিয়া আছে ভুবনের। কেচিপারি হ্রদ, ইউকসাম হ্রদ প্রভৃতির উপকথাগুলিও বেশ মজার। ইউকসাম হ্রদ শীতকালে মরচে-লাল রঙের হয়ে যায়,  শরৎকালে হালকা সবুজ, হেমন্তকালে হলদে নীল, আর গরমে হয়ে যায় সাদাটে।
কেচিপারি হ্রদ ‘পা’-এর আকারের। সিকিমিজ-রা একে বলে ‘ঈশ্বরের জন্মস্থান’। এখানে একটা ফুল ছুঁড়ে দিয়ে কিছুক্ষণ পরে খুঁজতে গেলে আর পাওয়া যায় না।
গুরুদোম্বার হ্রদ ছাঙ্গু হ্রদের থেকেও বড়ো, চারপাশটা হেঁটে আসতে তিনঘন্টা লাগবে। এখানে প্রচুর হাওয়া, সকাল এগারোটার পর থাকা যায় না। গুরুদোংমার হ্রদ কখনও বরফ হয়ে যায় না।
উত্তর লাচেন-এ ছাঙ্গুতে থেকে সেখান থেকে সবুজ হ্রদে যাওয়া যায়। এখানে ছোটো দূরত্বের ট্রেকিং করতে হয়।
সিকিমে ভুবনের সাথে ‘র ট্র্যাভেলিং’-এ যাওয়ার জন্য যোগাযোগ, ভুবন প্রধান (মো. ৭৬৭৯৫৩৩০৫২),

ইমেল Prodhan.bhuban@yahoo.com.
তথ্যগুলি ব্যক্তিগতভাবে সংগৃহীত, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়।
রামজীবন ভৌমিক, ১৫ জুন