- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ভারতে শিশুমৃত্যু ও দুর্বল শিশুর সরকারি পরিসংখ্যান

রাষ্ট্রীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা ৩-এর রিপোর্ট অনুযায়ী ২০০৮-০৯ সালে মধ্যপ্রদেশে প্রতি হাজারে ৭০ জন শিশুর মৃত্যু হয়েছে, যা সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। তথাকথিত সমৃদ্ধ রাজ্য বলে পরিচিত হরিয়ানাতে ৬ থেকে ৩৫ বছরের ৮২.৩ শতাংশ মানুষ রক্তাল্পতার শিকার। শারীরিক বিকাশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত তিন বছরের কম বয়সি ৪৩.৩ শতাংশ শিশু, আর স্বাভাবিকের চেয়ে কম ওজনের এক বছরের কম বয়সি শিশু ৩৮.২ শতাংশ। মহারাষ্ট্রে প্রতি বছরে মৃত শিশুদের ৫৬ শতাংশ অপুষ্টিজনিত রোগে মারা যায়। আদিবাসী এলাকাগুলি সবচেয়ে বেশি অপুষ্টির শিকার। আসামে ৬ লক্ষ ৬০ হাজার শিশু স্বল্প অপুষ্টিতে ভোগে। মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরাতে এই সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ৯০ হাজার, ৭০ হাজার এবং ৭৫ হাজার। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো শিশু পালন প্রকল্প, সুসংহত শিশু বিকাশ প্রকল্প অঙ্গনওয়াড়ি চলা সত্ত্বেও এই হাল আমাদের দেশের। 

সোমনাথ হোড় রায়, কলকাতা, ১২ জুন