- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ব্যাপক বিরোধিতা উপেক্ষা, কুডানকুলাম পরমাণু চুল্লিতে জ্বালানি সংযোগ

২১ সেপ্টেম্বর ইদিনথাকারাই গ্রামের থেকে পাঠানো পিএমএএনই-র প্রেস বিজ্ঞপ্তি এবং পিটিআই-এর সূত্রে#

কুদানকুলামে মৎস্যজীবীদের জল সত্যাগ্রহ আন্দোলনের সময় আকাশপথে ভারতীয় সেনাবাহিনীর পাহারা, ছবি ডায়ানিউক ডট অর্গ-এর সৌজন্যে

সারা দেশ জুড়ে মৎস্যজীবী এবং সমাজকর্মীদের বিরোধিতা উপেক্ষা করে শেষ পর্যন্ত ১৮ সেপ্টেম্বর ভারতবর্ষের পরমাণু শন্তি নিয়ন্ত্রণ বোর্ড কুদানকুলাম পরমাণু চুল্লিতে জ্বালানি সংযোগের সবুজ সঙ্কেত দিয়েছে। এনপিসিআইএল কর্তৃপক্ষ বুধবার থেকেই পরমাণু প্রকল্পটির প্রথম চুল্লিতে জ্বালানি সংযোগ করেছে বলে জানিয়েছে।

কুদানকুলামের মৎস্যজীবীরা তাদের আন্দোলনের কেন্দ্রস্থল থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। ভারতবর্ষে গণতন্ত্র আছে কি? প্রশ্ন তুলেছে তারা। এই সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় সরকারের একতরফা রিটেল সহ অন্যান্য ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেওয়াকে তারা একনায়কতান্ত্রিক, কর্পোরেট-প্রেমী এবং আমেরিকা-প্রেমী বলে অভিহিত করেছে।

কুদানকুলামে ইউরেনিয়াম সংযোগ বন্ধ করার দাবির পাশাপাশি তারা ওই জায়গায় পরিবেশবান্ধব ও মনুষ্যবান্ধব শক্তি প্রকল্প নির্মাণের কথা বলেছে।