- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

‘বিশ্ব ক্যান্সার দিবস’-এ স্কুলে সচেতনতা শিবির

বিনয় সরকার, কোচবিহার#

গত ৮ঠা ফেব্রুয়ারী ২০১৪ কোচবিহার শ্রীরামকৃষ্ণ বয়েজ স্কুলের সাংস্কৃতিক মঞ্চে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হয়ে গেল। এই আলোচনাচক্রে অংশগ্রহন করেছিলেন শ্রীরামকৃষ্ণ বয়েজ স্কুলের রসায়নের অধ্যাপক ডঃ অমিতাভ চক্রবর্ত্তী, জীবনবিজ্ঞানের শিক্ষক শ্রী ভাষ্কর পাল এবং ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্রী তাপস সরকার মহাশয়। আলোচনাচক্রটি সঞ্চালনা করেন শ্রীরামকৃষ্ণ বয়েজের সহশিক্ষক শ্রী রামজীবন ভৌমিক মহাশয়।

আলোচনাচক্রে উপস্থিৎ বক্তাগন ভয়াবহ মারণ রোগ ক্যান্সার কী, ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য কারন, এই রোগের ভয়াবহতা, এই মারণরোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে কী কী সাবধানতা অবলম্বন করা যেতে পারে সেই বিষয়ে আলোকপাত করেন। রামজীবনবাবু বলেন “ আমরা প্রায়ই খবরের কাগজে করে অনেকরকম খাবার খেয়ে থাকি। এই খবরের কাগজের লেখার কালিতে যে সিসা থাকে তা খাবারের সগে শরীরে প্রবেশ করে, যা তেকেও এই ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হতে পারে মানুষ” । আলোচনা শেষে সরস্বতী পূজা উপলক্ষ্যে আয়জিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিৎ পাঁচ শতাধিক দর্শক করতালির দ্বারা বক্তাদের অভনন্দিত করেন। অনুষ্ঠানে উপস্থিৎ কোচবিহার জেলাপরিষদের পূর্তবিভাগের কর্মাধক্ষা শ্রীমতি সুচিস্মিতা দেবশর্মা ক্যান্সার বিষয়ক আলোচনা চক্রটির ভূয়সী প্রসংশা করেন।