- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

বাংলাদেশের ফুলবাড়ি ও রামপাল আন্দোলনের সংগঠকরা কলকাতায়

সংবাদমন্থন প্রতিবেদন, ২৪ অক্টোবর#

বাংলা একাডেমি সভাঘরে বক্তব্য রাখছেন আনু মহম্মদ।
বাংলা একাডেমি সভাঘরে বক্তব্য রাখছেন আনু মহম্মদ।

‘আদিবাসী জনগোষ্ঠী, তা সে ভারতের হোক, বা বাংলাদেশের হোক, তারা শান্তিপ্রিয় মানুষ। তাদের উচ্ছেদ করে একটা ভয়ঙ্কর কিছু হচ্ছে। সেখানে জমি থাকবে না, ফসল থাকবে না, পানি থাকবে না, গাছের পাতা থাকবে না … পাখীরও একটা আশ্রয় থাকে, আর মানুষেরও আশ্রয় চাই …’ এভাবেই ২০০৬ সালে বাংলাদেশের ফুলবাড়িতে খোলামুখ খনি তৈরির বিরুদ্ধে জনআন্দোলনের ছোট্ট বর্ণনা করলেন ফুলবাড়ি এলাকার আদিবাসী নেতা রামানু সোরেন। ২৪ অক্টোবর কলকাতায় বাংলা অ্যাকাডেমি সভাঘরে দিশা, সবুজ মঞ্চ, নাগরিক মঞ্চ, মন্থন পত্রিকা আয়োজিত সভায় আসেন বাংলাদেশের খনি বন্দর বাঁচানোর ‘জাতীয় কমিটি’র আনু মহম্মদ এবং তার সঙ্গীসাথিরা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রবিরোধী লড়াই প্রসঙ্গে আসে ফুলবাড়ি খোলামুখ খনি বিরোধী লড়াই-এর কথা।