- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

বসন্তে ফের জোরালো হচ্ছে মার্কিন গৃহহীনদের ‘দখল’ আন্দোলন

শীতের দাপটে আর পুলিশের আক্রমণে সাময়িকভাবে হঠে গিয়েছিল ‘অকুপাই’ ক্যাম্পগুলি। কিন্তু আবার বসন্ত পড়তেই জমতে শুরু করেছে নিউইয়র্কের দখল। ওদেশে বাড়ি পাওয়া যায় ব্যাঙ্কগুলি থেকে ধার নিয়ে। তারপর সেই ধার বাড়তে থাকে চক্রবৃদ্ধি হারে। শোধ করতে না পারলে ভিটেছাড়া হতে হয় বাসিন্দাদের। তবে এই ঋণ কি পুরস্কার না শাস্তি? এই ঋণ কি কৌমসমাজকে ভেঙেচুরে মানুষকে একলা করে দিচ্ছে না? এসব নিয়ে আলোচনা হয়েছে ১১ এপ্রিল।
আবহাওয়ার বরফ ঠান্ডা ভাবটা একটু কাটতেই সাধারণ সভাগুলি আবার বসতে শুরু করেছে, একদিন পরপর। সেখানে সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, এমনকী সিদ্ধান্ত না নিয়ে কেবল আলোচনা করা সবাই মিলে — এসবেরও চর্চা শুরু হয়েছে।
গরিব, ধার শোধ না দিতে পারা মানুষকে গৃহহীন করার ‘দায়ে’ আমেরিকার অন্যতম বড়ো ব্যাঙ্ক জেপি মরগ্যান চেজকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ‘উচ্ছেদ’ করার ডাক দিয়েছে সেখানকার কিছু ছাত্র।

কুশল বসু, কলকাতা, ১৪ এপ্রিল