- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

বজবজ নিউ সেন্ট্রাল জুট মিলে শ্রমিক সুরক্ষা মঞ্চ

২২ জুন, এআইসিসিটিইউ/শ্রমিক সুরক্ষা মঞ্চের প্রতিনিধি কিশোর সরকারের রিপোর্টের অংশ#

surakha

১৬ জুন নিউ সেন্ট্রাল জুট মিলের কর্তৃপক্ষ শ্রমিকদের হপ্তা পেমেন্টের বিল প্রদান বন্ধ করে দেয়। শ্রমিকদের মধ্যে হতাশা থেকে ক্ষোভের সঞ্চার হয়। ১৭ জুন সকালে শ্রমিকেরা  শান্তভাবে মিলে প্রবেশ করে। প্রায় একই সাথে ইন্ডাস্ট্রিয়াল ডিএসপি, র‍্যাফ ও বজবজ থানার পুলিশ প্রবেশ করে। শ্রমিকেরা হপ্তার নোটিশ না পেয়ে বেলা ১১টা নাগাদ বজবজ ট্রাঙ্ক রোড, সিইএসসি-র লাইফলাইন কয়লা সরবরাহের রেলপথ, গঙ্গাধারের রাস্তা অবরোধ করে দেয়। তিন হাজার শ্রমিক এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই কর্মসূচিকে বিপথগামী করার জন্য দালালদের চেষ্টা সত্ত্বেও রাত ১১টা পর্যন্ত অবরোধ চলে। মালিক চৌরারিয়া মাথা নত করে এবং ১৮ জুন বেতন দেওয়ার নোটিশ দেয়।
১৯ জুন বিকেল পাঁচটায় নিউ সেন্ট্রাল জুট মিলের ঝান্ডা পার্ক থেকে সুভাষ উদ্যান পর্যন্ত প্রায় দু-হাজার শ্রমিক মিছিলে শামিল হয়। মিছিলের শেষে বক্তব্য রাখেন বিসিএমএফ-এর রাজ্য সম্পাদক অতনু চক্রবর্তী। তিনি বলেন, মিলের দুটি ইউনিট চালু রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে; ৪৮ ঘণ্টার মধ্যে মিলে জুট সরবরাহ করতে হবে এবং ২৫ জুন শ্রমিকদের মজুরি দিতে হবে। এই সমাবেশে পশ্চিমবঙ্গ গৃহ ও অন্যান্য নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব অংশগ্রহণ করেন।