কুশল বসু, কলকাতা, ৪ জুন#

২ জুন ফের এক বিশাল পরমাণু-বিরোধী মিছিল কাঁপিয়ে দিল জাপান সহ গোটা বিশ্ব। এমনিতে জাপানিরা মিছিলে হাঁটেন না খুব একটা। কিন্তু সেই জাপানিরাই ফুকুশিমা বিপর্যয়ের একবছর পর ২০১২ সালের জুলাই মাসে ব্যাপক জমায়েত করেছিল টোকিওতে। জমায়েতে মানুষের সংখ্যা ছিল এক লক্ষ সত্তর হাজার। গত বছর জমায়েত কারণ ছিল সরকারের দুটি পরমাণু চুল্লি চালু করার সিদ্ধান্ত। উল্লেখ্য ২০১১ সালের মার্চ মাসে জাপানে সুনামির কারণে ফুকুশিমার পরমাণু বিপর্যয়ের পর সে দেশের পঞ্চাশের বেশি পরমাণু চুল্লির সবকটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরমাণু বিপর্যয়ের এক বছর বাদে সরকার ঘোষণা করে, তারা ফুকুই প্রিফেকচারের ওই-তে অবস্থিত দুটি পরমাণু চুল্লি চালু করবে।
যাই হোক, এই বছর সরকার ঘোষণা করে জাপানি পরমাণু নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যে চুল্লিগুলিকে চালু করার সম্মতি দেবে, সেগুলি আবার চালু করা হবে। এই সিদ্ধান্ত জাপানি জনতা মেনে নিতে পারেনি। সেখানকার পরমাণু প্রতিরোধ আন্দোলনের কর্মীরা প্রায় ৮০ লক্ষ সই সংগ্রহ করেছে এই সিদ্ধান্তের প্রতিবাদে। আর ২ জুন প্রায় ৬০ হাজার মানুষ রাজধানী টোকিও-র শিবা পার্ক থেকে হেঁটে পার্লামেন্টে যায়।