- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ফের তিব্বতী যুবকের আত্মাহুতি

কুশল বসু, কলকাতা, ২৬ জুলাই#

কোঞ্চক সোনম
কোঞ্চক সোনম

২০ জুলাই তিব্বতের সিচুয়ান অটোনমাস প্রিফেকচারের গাবা-র জোয়গে মঠের মাত্র ১৮ বছর বয়সি সন্ন্যাসি কনচক সোনাম তাঁর মঠের বাইরে এসে গায়ে আগুন লাগিয়ে মৃত্যুবরণ করেন। তিব্বতের এই এলাকায় চীনা সরকারের অত্যাচার সবচেয়ে বেশি। সোনাম ছিলেন পড়াশুনায় অসাধারণ। তিনি বন্ধুদের বলেন যে চীনা শাসনের অধীনে এখানে অসহ্য অত্যাচার। এই ঘটনার পর ওই মঠের এলাকায় এবং আরও কয়েকটি শহরে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়। ‘রেডিও ফ্রি এশিয়া’ জানায়, শত শত তিব্বতী ঘটনাস্তলে জমায়েত হয়ে চীনা প্রশাসনকে সোনামের মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে বাধা দেয়। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি ২০০৯ থেকে এপর্যন্ত চীন ও চীন অধিকৃত অঞ্চলে মোট ১২১ জন তিব্বতী স্বাধীনতার দাবিতে আত্মাহুতি দিলেন।

সূত্র : ইন্টারন্যাশনাল ক্যাম্পেন ফর টিবেট।