- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ফের অবড়োদের বড়োল্যান্ড ছাড়ার হুমকি দিয়ে পোস্টার আসামে

বিশ্বজিত চৌধুরি, গুয়াহাটি, কামতা সমাচার (রাজবংশী ভাষার সাপ্তাহিক পত্রিকা) ১৭-২৪ ডিসেম্বর#

kokraweb
২০১২ সালের সেপ্টেম্বর মাসে কোকরাঝাড়ে অবড়োদের বয়কট করার ডাক দিয়ে মারা পোস্টার। সংবাদমন্থনের ফাইল চিত্র।

বিপিএডি ও এনডিএফবি-এর অবস্থা আবার একটু করে বড়ো হচ্ছে। ওয়াকিবহাল মানুষদের মতে আবারও মারাত্মক দাঙ্গা হবার সম্ভাবনা দেখা দিচ্ছে। ধুবড়ি জেলার কাছাকাছি পর্বতঝোড়ার তাজি গ্রামে অবড়ো জাতির মানুষদের বড়োল্যান্ড ছাড়ার হুমকি দিয়ে পোস্টার দেয় কিছু মানুষ। তার ফলে গোটা রাজ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। তাজি গ্রামের কাছেই বগড়িবাড়িতে আমসু এবং আরও অন্যান্য জাতির সংগঠনগুলো একটি সমাবেশে মিলিত হয়। এনডিএফবি সংবিধিত সহ বিটিসি প্রধান হাগ্রামা মালিহারিকে ধিক্কার জানিয়ে ব্যাপক জনপ্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয় সমাবেশে। কোকড়াঝাড়ে চিরাউয়োতে এই অস্থির পরিস্থিতিতে আমসু এবং এবিআমসু একসাথে মিলিত হয়ে জোরদার আন্দোলনের ডাক দিয়ে তৈরি করে অবড়ো সুরক্ষা সমিতি। সমিতির পক্ষ থেকে এবিষয়ে আলোচনার জন্য খুব শীঘ্রই দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেন অবড়ো নেতারা।